![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-02-05%2Fhxujh4cf%2Fsmartphone.reuters.png?rect=50%2C0%2C540%2C360&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
স্মার্টফোনের ব্যাটারির চার্জ বেশি খরচ করছে এই ১০ অ্যাপ
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে জনপ্রিয় বিভিন্ন অ্যাপ নামানোর সময়ই ব্যবহারকারীদের কাছ থেকে ফোনের মাইক্রোফোন, ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্র ব্যবহারের অনুমিত নিয়ে নেয়। আর তাই ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এর ফলে ব্যাটারি খরচ হতে থাকে।
সম্প্রতি সুইডেনের অনলাইন পত্রিকা নাইহেডার স্মার্টফোনে ব্যবহৃত জনপ্রিয় অ্যাপগুলোর কার্যক্রম পর্যালোচনা করে সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা ১০টি অ্যাপের নাম প্রকাশ করেছে। সেই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলোর বেশির ভাগই দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এর ফলে চাইলেও মুছে ফেলা যায় না।
ফোনে সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলো হলো—ফিটবিট, উবার, স্কাইপি, ফেসবুক, এয়ারবিএনবি, ইনস্টাগ্রাম, টিন্ডার, বাম্বেল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপ।