স্কুলে গুলি: শোকে স্তব্ধ সুইডেন, হামলার উদ্দেশ্য ‘এখনো অজানা’
সুইডেনে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ ম্যাস শুটিংয়ে ১১ জনের প্রাণহানির ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম ‘অন্ধকার দিন’ অ্যাখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
হামলার পেছনে উদ্দেশ্য কী ছিল, তা এখনো জানতে পারেনি পুলিশ। সুইডিশ গণমাধ্যম সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেছে, তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে শোকে স্তব্ধ ওরেব্রোতে ঘটনার একদিন পর বেঁচে যাওয়া ব্যক্তিরা ওরেব্রো স্কুলে সহপাঠীদের জীবন বাঁচাতে তাদের চেষ্টার কথাও বার্তা সংস্থা রয়টার্সের কাছে তুলে ধরেছেন।
মঙ্গলবার স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে প্রাপ্তবয়স্কদের শিক্ষা কেন্দ্র রিসবার্গস্কা স্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।
নিহতদের স্মরণে বুধবার ওরেব্রো শহর, সুইডিশ পার্লামেন্ট ও স্টকহোমের রাজপ্রাসাদে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন রাজা কার্ল ষোড়শ গুস্তাফ ও রানি সিলভিয়া। ঘটনাস্থলও পরিদর্শন করেন তারা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গুলিতে নিহত
- স্কুলে হামলা