‘বলী’ দেশে মুক্তি পাচ্ছে শুক্রবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১

বিশ্বের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব এবং চলতি বছরে ঢাকা চলচ্চিত্র উৎসবের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বলী’।


ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালানায় এই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে শুক্রবার।


সিনেমার প্রযোজক পিপলু আর খান এ খবর জানিয়ে গ্লিটজকে বলেন, “একটু তাড়াহুড়ো করেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হয়েছে।"


তাড়াহুড়োর কারণ কী জানতে চালইলে প্রযোজক বলেন, "আমাদের দেশের প্রেক্ষাগৃহে স্বাধীন চলচ্চিত্র মুক্তি দেওয়া একটু কঠিন, তাছাড়া সামনেই ঈদ। ঈদের সময় এই সিনেমার হল পাওয়াও আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে।


"সিনেমাটি যেহেতু সরকারি অনুদানের, অনেক সময় পার হয়ে গেছে। সরকারি অনুদানের সিনেমার ক্ষেত্রে মুক্তিতেও একটা সময় বেঁধে দেওয়া থাকে। তাই অল্প সময়ের মধ্যেই মুক্তি নিয়ে একটি সিদ্ধান্ত নিয়ে নিতে হয়েছে আমাদের।"


গত বছরের সেপ্টেম্বরে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও