মা-বাবা বড় তারকা, আলোচনায় থাকা কে এই তরুণ অভিনেত্রী
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭
‘আমি অভিনয় ভালোবাসি, লোকে যে যা বলে বলুক, নিজের কাজ করে যাব। এসব শুনে আমি মুখ লুকিয়ে কাঁদতে পারি কিন্তু এর চেয়ে নিজের কাজ দিয়ে সমুচিত জবাব দেওয়াই ভালো নয় কি?’ বক্তার নাম লিলি-রোজ ডেপ।
পদবি দেখে আন্দাজ করা শক্ত নয়, তিনি জনি ডেপের কন্যা, মা নন্দিত ফরাসি অভিনেত্রী ভ্যানেসা পারাডিস। তাই লিলির নতুন কাজ এলেই স্বজনপ্রীতি নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি ভ্যানিটি ফেয়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তাই কাজ দিয়ে সমালোচনার জবাব দেওয়ার কথা বলেছেন তরুণ অভিনেত্রী।