মন কেড়েছে মালয়ালম সিনেমা ‘রেখাচিত্রম’

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৮:২৯

অল্প বাজেট, স্থানীয় গল্প আর ভালো নির্মাণ—এ পথেই বাজিমাত করেছে মালয়ালম ইন্ডাস্ট্রি। বলিউড, তামিল কিংবা তেলুগুসহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রি যেখানে দিন দিন সিনেমার বাজেট বাড়িয়েছে, হয়ে পড়েছে তারকানির্ভর, জোর দিয়েছে ‘লার্জার দ্যান লাইফ’ গল্পে; সেখানে মালয়ালম একেবারেই ব্যতিক্রম। নিজেদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর জনজীবনের বাস্তব ঘেঁষা গল্পেই ভরসা রেখেছেন এই ইন্ডাস্ট্রির নির্মাতারা। ‘রেখাচিত্রম’ সিনেমাটিও তার ব্যতিক্রম নয়।


জোফিন টি চাকো পরিচালিত রেখাচিত্রম মালয়ালমের এ বছরের অন্যতম হিট সিনেমা। সিনেমাটি বানাতে ব্যয় হয়েছে মাত্র ৯ কোটি রুপি। গত ৯ জানুয়ারি মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ক্রাইম থ্রিলারটি। এ পর্যন্ত আয় করেছে ৫৭ কোটি রুপি, যা বাজেটের ৬ গুণের বেশি। সিনেমা হলে তুমুল সাফল্যের পর ৭ মার্চ থেকে সনি লিভে শুরু হয়েছে রেখাচিত্রমের ওটিটি যাত্রা। এর পর থেকেই বিশ্বজুড়ে থ্রিলারপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে আসিফ আলী, আনস্বরা রাজন, মনোজ কে জায়ান অভিনীত সিনেমাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও