
যে সিনেমা দেখে মুঘলদের গুপ্তধন খুঁজেছে গ্রামবাসী
হিন্দি সিনেমা ‘ছাওয়া’ কেবল বক্স অফিসে ঝড় তোলেনি; ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের আসিরগড়ের বাসিন্দাদের মনস্তত্ত্বে সিনেমাটি এতটাই প্রভাব ফেলেছে যে, তাদের মনে হয়েছে ওই এলাকায় মুঘল আমলের গুপ্তধন লুকানো আছে মাটির নিচে।
যা ভাবা, সেই কাজ। বুরহানপুরের মানুষজন কদিন আগে মধ্যরাতে শাবল গাঁইতি নিয়ে মাটি খুঁড়তে লেগে পড়েন সেই গুপ্তধনের খোঁজে। কেউ কেউ কাজ করেছেন মেটাল ডিক্টেটর নিয়েও।
ভারতের সংবাদমাধ্যম মিন্ট লিখেছে, সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে বুরহানপুরে এককালে বাস ছিল মুঘলদের। সিনেমার মুক্তির পর গুঞ্জন ওঠে ওই মুঘলদের দুর্গের কাছে মাটিতে পোঁতা আছে তাদের গুপ্তধন। তখন ওই এলাকার অনেকে গুপ্তধনের খোঁজে নেমে যান।
এরপর মাটি খোঁড়াখুড়ির ওই ভিডিও ছড়িয়ে পড়লে তা নজরে আসে স্থানীয় প্রশাসনের।
তড়িঘড়ি পুলিশ এসে খননকাজ থামিয়ে তারা গ্রামবাসীদের সতর্ক করে বলেছে, পর্দায় দেখানো গল্পের সব সত্যি নয়। এলাকাবাসীর প্রতি পুলিশের বার্তা ছিল, অবাস্তব ঘটনায় প্রভাবিত হয়ে এই ধরনের কার্যকলাপ না করাই শ্রেয়। প্রশাসনকে না জানিয়ে মাটি খুঁড়ে এভাবে ধনসম্পদ খোঁজা আইনবিরোধী কাজ বলে জানিয়েছে পুলিশ।
- ট্যাগ:
- বিনোদন
- হিন্দি সিনেমা
- গুপ্তধন