‘কপালে থাকলে ছয় মেরে দিব’ –শেষ বলের আগে আলিস

দেশ রূপান্তর প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২

খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে রোমাঞ্চকর জয়ে বিপিএলের ফাইনালে উঠেছে চিটাগং কিংস। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রানের। রহস্য স্পিনার হিসেবে খ্যাত আলিস আল ইসলাম শেষ বলে বাউন্ডারি মেরে সব সমীকরণ মিলিয়ে দেন। এর আগেই পায়ের চোটে তিনি মাঠ ছেড়েছিলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন। কেমন ছিল ওই মুহূর্তে তার মানসিকতা? সতীর্থের সঙ্গেই বা কী আলোচনা করছিলেন?


উইকেটে আলিসের সঙ্গী ছিলেন আরাফাত সানি। দুজনেই মূলত স্পিনার, ব্যাটিং তাদের কাজ নয়। চলতি বিপিএলে দুজনের অ্যাকশনই প্রশ্নবিদ্ধ হয়েছে। মুশফিক হাসানের করা শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন সানি। পরের দুই বল থেকে আসে আরও তিন রান। তৃতীয় বলেই সিঙ্গল নেওয়ার সময় পায়ে চোট পান আলিস। মাঠ ছেড়ে যেতে হয় তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও