ভাইরাল হেপাটাইটিস থেকে সুরক্ষিত থাকুন
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮
লিভার বা যকৃৎ আমাদের শরীরের পেটের ডানদিকে ওপরের অংশে অবস্থিত। লিভারের মূল কাজ হলো শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাবার বিপাক, প্রোটিন ও অ্যালবুমিন এবং রক্তজমাট বাঁধার উপকরণ উৎপাদন, পিত্তরস উৎপাদন, বিলিরুবিন ও বিভিন্ন ওষুধ বিপাক, ভিটামিন, আয়রন ও খনিজ পদার্থ জমা করা। এ ছাড়া এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ভাইরাল হেপাটাইটিস হলো ভাইরাস সংক্রমণের কারণে লিভারের প্রদাহ। পাঁচটি হেপাটাইটিস ভাইরাস এ, বি, সি, ডি ও ই। এ ছাড়াও সাইট্রোমেগালো ভাইরাস এবসট্যান বার ভাইরাস ও হলুদ জ¦রের (ইয়োলো ফিভার) ভাইরাস দ্বারা এ রোগ হয়। ভাইরাল হেপাটাইটিস হলো আমাদের দেশে জন্ডিসের প্রধান কারণ।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হেপাটাইটিস