পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ নিয়ে দুপুরে পেট্রলপাম্পের মালিক সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ দাবি করেন- সড়ক ও জনপথ বিভাগ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালায়। পাম্প মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা।
এ সময় বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, তদন্ত কমিটি গঠন করে সড়ক ও জনপথ বিভাগের দোষ পেলে ক্ষতি পূরণ দেওয়া হবে। তদন্ত চলাকালে আর কোনো পাম্পে এ ধরনের অভিযান চালানো হবে না।
তিনি পেট্রলপাম্প মালিকদের হুঁশিয়ার করে বলেন, আপনারা জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় জ্বালানি নিয়ে ব্যবসা করেন। জনগণ যদি আপনাদের পাম্প ঘেরাও করে তাহলে এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। আপনারা জানেন আইন সবার জন্য সমান, বিগত সময়ে কিছু কিছু ব্যক্তিকে সুযোগ-সুবিধা বেশি দেওয়া হয়েছিল। সে জন্য পরিবর্তন এসেছে।