ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২
ফ্রান্সের মূল ভূখণ্ড ও শাসনাধীন অঞ্চল নিয়ে আয়োজিত ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতকাল মঙ্গলবার তৃতীয় স্তরের ক্লাব লে ম্যানসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি। ডেসিরে দোয়ে ও ব্রাডলি বারকোলা একটি করে গোল করেছেন।
ম্যাচের শুরুতেই পিএসজিকে চমক দেখানোর চেষ্টা করে স্বাগতিক লে ম্যানস। গ্যাবিন বার্নাদোর পাসে থিও এয়ুমের গোলচেষ্টা সাইড বাইরে দিয়ে নেটে লাগে।
- ট্যাগ:
- খেলা
- পিএসজি
- কোয়ার্টার ফাইনাল