![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/eisamay%2F2025-02-04%2Fyrbdbgso%2Fdating-app.png?w=768&auto=format%2Ccompress&fit=max)
ডেটিং অ্যাপে কেউ রাইট সোয়াইপ না করলে? বডি ইমেজ নিয়ে বাড়ছে অ্যাংজ়াইটি
eisamay.com
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৯
তরুণ প্রজন্মের ফোনে ফুড অ্যাপ, শপিং অ্যাপের সঙ্গে ডেটিং অ্যাপও থাকে। আজকাল অনেকেই সঙ্গী বেছে নেন ডেটিং অ্যাপে রাইট-লেফট সোয়াইপ করে। সঙ্গী খোঁজার ক্ষেত্রে যে ডেটিং অ্যাপ ‘ফেল’ করছে, তা নয়। অনেকেই মনের মতো পার্টনার পাচ্ছেন ডেটিং অ্যাপ ব্যবহার করে। কিন্তু সমস্যাও তৈরি হচ্ছে। মানুষ ভুগছে হীনমন্যতায়। হারিয়ে ফেলছে আত্মবিশ্বাস। বাড়ছে অ্যাংজ়াইটি। কিন্তু কেন?
ডেটিং অ্যাপে মূলত ছবি ও বায়ো পড়েই রাইট-লেফট সোয়াইপ করতে হয়। আপনাকে কেউ যদি রাইট সোয়াইপ করে, তা পরেই শুধু মাত্র আপনি তাঁকে মেসেজ করতে পারবেন। সুতরাং, আগেভাগে জানার উপায় নেই যে মানুষটা কেমন। যদি ছবি দেখে মনে ধরে, তা হলেই গল্প এগোবে। কিন্তু আপনাকে কেউ যদি রাইট সোয়াইপ না করে? ক্রমাগত লেফট সোয়াইপ করতে থাকে, তা হলে?
- ট্যাগ:
- লাইফ
- ডেটিং সাইট
- ডেটিং
- অনলাইন ডেটিং