সরকারের জবাবদিহি নেই বলেই গ্যাসের দাম বাড়ছে: রিজভী

www.ajkerpatrika.com জিয়ার মাজার, চন্দ্রিমা উদ্যান, ঢাকা প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গ্যাসের মূল্যবৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এই যে, প্রতি সিলিন্ডারে ১৯ টাকা করে বাড়ানো হয়েছে, এটা অযৌক্তিক। এর ফলে সীমিত আয়ের মানুষদের ওপর ভয়ংকর চাপ পড়বে। এটা গণবিরোধী। এই সরকারের জবাবদিহি থাকলে গ্যাসের দাম বাড়াত না।’


আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিজভী।


রিজভী বলেন, ‘আমরা (বিএনপি) অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, আপনাদের (সরকার) সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, গরিব মানুষ মারার সিদ্ধান্ত না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে মরার ওপর খাঁড়ার ঘা ছাড়া কিছুই নয়।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও