এত দিনে আক্ষেপ ঘুচল বিয়ন্সের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০
মঞ্চে তখন টেলর সুইফট। ‘বেস্ট কান্ট্রি অ্যালবাম’ বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করবেন তিনি। হাতে থাকা ধূসর খাম খুলে বিজয়ীর নামটি পড়েই একরাশ হাসি ছড়িয়ে পড়ল তাঁর চোখমুখে। উচ্ছ্বাস নিয়ে জানিয়ে দিলেন, ‘অ্যান্ড দ্য গ্র্যামি গোজ টু... কাউবয় কার্টার।’ মঞ্চের সামনে যেখানে শিল্পীদের বসার জায়গা, মেয়েকে নিয়ে সেখানে বসে ছিলেন বিয়ন্সে। নিজের অ্যালবামের নামটি শুনেই চমকে উঠলেন। ধাতস্থ হতে কিছুটা সময় লাগল। ততক্ষণে হাজারো দর্শকের করতালিতে মুখর প্রাঙ্গণ। অন্য শিল্পীরাও দাঁড়িয়ে অভিবাদন জানালেন বিয়ন্সেকে। চোখমুখে বিস্ময় নিয়ে এগিয়ে গেলেন মঞ্চের দিকে। টেলর সুইফটের হাত থেকে পুরস্কারটি নিয়ে, তাঁকে আলতো চুমু খেয়ে প্রথমেই বললেন, ‘এই পুরস্কার যে পাব, তা আশা করিনি।’