মনে হচ্ছিল কোথাও একটা ব্লক খেয়ে আছি: হৃদয়
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬
বেশ অনেকদিন ধরেই তাওহীদ হৃদয় রান পাচ্ছেন না। চলতি বিপিএলেও তার ব্যাট হাসেনি এতদিন। প্রথম ১২ ম্যাচে সব মিলিয়ে তাওহিদ হৃদয়ের রান ছিল ১৯৮, ছিল না কোনো ফিফটি। অবশেষে গতকাল প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসের বিপক্ষে খেললেন ৫৬ বলে অপরাজিত ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস। ৯ উইকেটের বিশাল জয়ের পর হৃদয় স্মরণ করলেন তার বাজে সময়টাকে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে হৃদয় লিখেছেন, ‘সেদিন Writer’s Block নামে একটি টার্মের সাথে পরিচিত হলাম। বিস্তারিত পড়াশোনা করে আমার মনে হচ্ছিল, আমিও যেন কোথাও একটা ব্লক খেয়ে আছি। পরিশ্রম করছি নিয়মিত, ধৈর্য ধরেছি, চেষ্টার কমতি নেই; কিন্তু রান হচ্ছিলো না। বিশেষ করে গত দুই বিপিএলের পর আমার কাছে সবার প্রত্যাশা ছিল আকাশচুম্বী।’