যে বাজারে কম দামে পণ্য পাওয়া যায়
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পেরিয়ে বছিলা তিন রাস্তার মোড় থেকে বাঁ দিকে যেতে হবে। বেড়িবাঁধের প্রধান সড়ক দিয়ে এগোলে রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে গড়ে উঠেছে সাদেক খান কৃষি মার্কেট। স্থানীয় লোকজন অবশ্য একে আড়তই বলে বেশি। অনেক পণ্য এখানে কারওয়ান বাজারের চেয়েও কম দামে মেলে।
সেই বাজারে আমরাও এসেছি। বেড়িবাঁধে উঠেই ধাক্কা খেলাম। এ যে দেখি ধুলাবালুর সাম্রাজ্য। গলায় মাফলার ছিল, তাতেই নাক-মুখ পেঁচিয়ে বাজারে নামলাম।