হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবিনা ইয়াসমিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২২

দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এই শিল্পীর পারিবারিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানিয়েছেন, আপাতত আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন। 


তিনি বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা বোর্ড গঠন করেছেন।সব রিপোর্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন।’ 


এর আগে গত শুক্রবার রাজধানীর একটি মঞ্চে গান গাইতে উঠলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন। এরপর তাকে  দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও