রাতে দুবাইতে খেলে সকালে ঢাকায় হাজির রাসেল-হোল্ডাররা
গত রাতে আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন ক্যারিবিয়ান দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। দলের বিদায়ে ওই ম্যাচ খেলে সকালেই তারা হাজির হয়ে গেছেন ঢাকায়। রাসেল খেলবেন রংপুর রাইডার্সের হয়ে, হোল্ডারকে দেখা যাবে খুলনা টাইগার্সে।
রাসেলের পাশাপাশি অস্ট্রেলিয়ান টিম ডেভিড ও ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে এনেছে রংপুর রাইডার্স। ডেভিড ও ভিন্স গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন একই আসরে। তাদের খেলা শেষ হয়েছে ১ ফেব্রুয়ারি। হোল্ডারের পাশাপাশি আরেক ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটার শেমরন হেটমায়ারকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। আইএল টি-টোয়েন্টিতে হেটমায়ার খেলেছেন গালফ জায়ান্টসের।
সোমবার এলিমিনেটরে খুলনা টাইগার্সের মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স। এই পাঁচ তারকাকেই দেখা যাবে দুই দলের হয়ে খেলতে। এবার প্লে অফ থেকে একাধিক বড় তারকা পাওয়ার কথা জানিয়েছিল রংপুর। আইএল টি-টোয়েন্টির ফাঁকে যাকেই পাওয়া যাবে নিয়ে আশার চেষ্টা চালাচ্ছিলো তারা।