কানাডা, মেক্সিকো ও চীনের ওপর বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের, সুযোগ বাংলাদেশের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় গত শনিবার তিন দেশের পণ্য আমদানিতে শুল্ক আরোপ–সংক্রান্ত পৃথক তিনটি নির্বাহী আদেশে ট্রাম্প সই করেন। আদেশ অনুযায়ী, কানাডা ও মেক্সিকোকে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে। তবে কানাডার জ্বালানি পণ্যে শুল্কহার হবে ১০ শতাংশ। এ ছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্পের এ নির্দেশ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাণিজ্য চুক্তির আওতায় কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে অথবা স্বল্প শুল্কে পণ্য রপ্তানি করত। ট্রাম্প আগেই বলেছিলেন, তিনি দায়িত্ব নিয়েই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করবেন। কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকানোকে সামনে এনেছিলেন। আগের ঘোষণা অনুযায়ী তিনি শুল্ক আরোপ করলেন। ট্রাম্পের এ পদক্ষেপ বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি করেছে। কারণ, কানাডা, মেক্সিকো ও চীন পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এসব পদক্ষেপ বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণ হতে পারে।