হাবিব-কায়া ২১ বছর পর ফিরছেন

প্রথম আলো প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০

কৃষ্ণ অ্যালবামে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব ওয়াহিদ। পরের বছর কায়া ও হেলালকে নিয়ে হাবিব প্রকাশ করেন ‘মায়া’ নামের আরেকটি অ্যালবাম। মিক্সড এ অ্যালবামের গানগুলোও শ্রোতৃপ্রিয় হয়। এরপর দুই দশক পার হয়েছে, ‘কৃষ্ণ’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’, ‘কালা’ গানগুলোর আবেদন এখনো ফুরায়নি।


তিন দিন আগে হাবিবের একটি ফেসবুক পোস্টে সেটা আবারও প্রমাণ হলো। একটি ছবি দিয়েছিলেন হাবিব। মঞ্চে গাইছেন একজন, দূর থেকে আবছামতো দেখা যায়। ছবির ওপর বড় করে লেখা কৃষ্ণ। ব্যস, ভক্তরা ধরেই নিলেন সুপারহিট কৃষ্ণ অ্যালবামের দ্বিতীয় কিস্তি আসছে। পোস্টটি ঘিরে একের পর এক মন্তব্য।


অবশেষে ঘটনা খোলাসা করলেন হাবিব। মন্তব্যের ঘরে লিখলেন, ‘এটা কৃষ্ণ ২-এর পোস্টার না! এটি একটি স্টেজ শোর ছবি, যেখানে কৃষ্ণ লেখাটি আমার পেছনে একটা বিশাল বড় এলইডি স্ক্রিনে লেখা ছিল, ফটোগ্রাফার ঠিক সেই মুহূর্তেই ক্লিক করাতে বিষয়টা হয়তো একটা থাম্বনেইলের মতো মনে হচ্ছে। যা–ই হোক, সাময়িক বিভ্রান্তির জন্য দুঃখিত! আমার কাছে ছবিটি দারুণ লেগেছে, তাই শেয়ার করেছি। তবে কায়ার সঙ্গে আর একটা কাজ তো করাই যায়! দেখি কী হয়...।’


খোঁজ নিয়ে জানা গেল হাবিব-কায়ার নতুন কাজ সত্যিই আসছে! তবে অ্যালবাম না, গান। প্রচলিত একটি লোকগানকে নতুন আঙ্গিকে নিয়ে আসছেন হাবিব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও