বিকল্প প্রদর্শনীতে ‘নয়া মানুষ’
দেশের প্রেক্ষাগৃহে গেল বছর মুক্তি পাওয়া ‘নয়া মানুষ’ সিনেমাটি আরো কিছু দর্শকদের কাছে পৌঁছাতে বিকল্প প্রদর্শনীর আয়োজন শুরু করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি।
সেই লক্ষ্যে শনি ও রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেমাটির দুইটি প্রদর্শনী হবে।
পরিচালক বয়াতী গ্লিটজকে বলেন, "স্ব চিন্তনের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় হবে সিনেমার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যেখানে সিনেমার অভিনয়শিল্পীরা উপস্থিত থাকবেন।"
বয়াতী জানিয়েছেন, এই বিকল্প প্রদর্শনীটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে গত ২৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রে চলবে এই প্রদর্শনী।
বিকল্প প্রদর্শনীর উদ্দেশ্য জানিয়ে বয়াতী বলেন, "আমাদের সিনেমার গল্প তো প্রান্তিক মানুষের জীবনের গল্প। সিনেমাটি যখন হলে চলছে তখন অনেকেই দেখতে পারেনি, তাই সব শ্রেণির দর্শকদের কাছে যেন সিনেমাটি পৌঁছাতে পারে সেই উদ্দেশ্যে সারা দেশে ছোট ছোট প্রদর্শনীর আয়োজন করা হবে।"
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা প্রদর্শিত