You have reached your daily news limit

Please log in to continue


৩৬ ছক্কায় থামল বিপিএলে তানজিদের রেকর্ড-যাত্রা

উইলিয়াম বসিস্টোর টার্নের সঙ্গে লাফিয়ে ওঠা ডেলিভারি কাট করার চেষ্টায় পয়েন্টে ধরা পড়লেন তানজিদ হাসান। হতাশায় ব্যাটে ঘুষি মেরে ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন বাঁহাতি ওপেনার। শেষটা মনমতো না হলেও ক্রিজে থাকা সময়ে দর্শক মাতিয়ে মারলেন ৭টি ছক্কা। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানের ছক্কার রেকর্ড আরও বাড়িয়ে নিলেন তিনি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নাসুম আহমেদের প্রথম ওভারেই তিনটি ছক্কা মারেন তানজিদ। পরে তার ব্যাট থেকে আসে আরও চারটি ছক্কা। মোট সাতটি ছক্কা মেরেও অবশ্য ৫৮ রানের বেশি করতে পারেননি ২৪ বছর বয়সী ওপেনার। তার ড্রেসিং রুমে ফেরার সময় তার হতাশা ছিল স্পষ্ট।

সব মিলিয়ে চলতি আসরে তার ব্যাট থেকে বেরিয়ে ৩৬টি বলের ঠিকানা হয় সীমানার ওপারে। বিপিএলের এক আসরে এটিই বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ছয়ের রেকর্ড। গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ইনিংসে ২৪টি ছক্কা মেরেছিলেন তাওহিদ হৃদয়। এবার ১২ ইনিংসেই হৃদয়ের চেয়ে ১২টি ছক্কা বেশি মেরেছেন তানজিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন