You have reached your daily news limit

Please log in to continue


সাইফকে ছুরিকাঘাত: ভুল করে আটক ব্যক্তির বিয়ে ভেঙেছে, গেছে চাকরিও

বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় আকাশ কৈলাশ কানোজিয়া নামের এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেওয়া হলেও তছনছ হয়েছে তার জীবন।

ইন্ডিয়া টুডে লিখেছে, মুম্বাই পুলিশ এই মামলায় কৈলাশকে ভুল করে আটক করেছিল। জেরা ও তদন্তের পরে তাকে মুক্তি দেওয়া হলেও ওই ঘটনার জেরে কৈলাশ চাকরি হারিয়েছেন এবং তার বিয়েও ভেঙে গেছে।

৩১ বছরের কৈলাশ মুম্বইয়ে একটি ভ্রমণ সংস্থার গাড়ি চালক ছিলেন।

কৈলাশ জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি তিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে চেপে ছত্তিশগড়ের তার পৈতৃকবাড়ি নেহলায় যাচ্ছিলেন এক অসুস্থ আত্মীয়ের সঙ্গে দেখা করতে। ওই অসুস্থ আত্মীয়ের সঙ্গে দেখা করার পর কৈলাশের হবু কনের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল।

পরদিন ১৮ জানুয়ারি সকাল ১০টা নাগাদ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্গ জংশনে পৌঁছালে হামলাকারী সন্দেহে আরপিএফ কর্মীরা (রেলওয়ে প্রটেকশন ফোর্স) তাকে আটক করে রায়পুরে নিয়ে যান বলে কৈলাশের ভাষ্য।

কৈলাশ বলেন, “আমাকে আটক করার প্রায় ১২ ঘণ্টা পর মুম্বাই পুলিশের একটি দল পৌঁছায়। পুলিশ আমাকে বলে যে তদন্তের জন্য পরের দিন আমাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন