You have reached your daily news limit

Please log in to continue


দেশে নতুন স্মার্টফোন ইউমিডিজি

দেশে এলো চীনভিত্তিক নতুন স্মার্টফোন ইউমিডিজি। সবচেয়ে কম দামে গ্রাহকের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে নতুন চারটি হ্যান্ডসেট বাজারে ছেড়েছে ব্র্যান্ডটি।

গতকাল (২৬ জানুয়ারি) রোববার ঢাকার একটি হোটেলে ছিল ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন। একই সঙ্গে চারটি হ্যান্ডসেট ইউমিডিজি জি৯-ফাইভজি, ইউমিডিজি জি৯সি, ইউমিডিজি জি৯টি এবং ইউমিডিজি জি৯এ উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অ্যান্ড্রয়েড১৪ অপারেটিং সিস্টেমের ৫জি সমর্থিত ইমিডিজি জি৯ ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭ দশমিক ৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ১২ জিবি র্যাম (৬ জিবি ভার্চুয়াল র্যামসহ) ও ১২৮ জিবি স্টোরেজ, ২০ ওয়ার্ট গ্যান ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন