আনন্দ, উত্তেজনা নিয়ে গাজার উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৯
গাজার উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি পাচ্ছেন, ইসরায়েলের এমন বিবৃতির কথা শোনামাত্রই ক্রসিংগুলোতে দুই দিন ধরে অপেক্ষমাণ ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা ও আনন্দ ছড়িয়ে পড়ে।
আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল সোমবার সকাল ৭টা থেকে গাজাবাসীদের হেঁটে উত্তরাঞ্চলে প্রবেশের অনুমতি দিয়েছে, এমন খবর পাওয়ার পর তীব্র শীত উপেক্ষা করেই স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে হাজার হাজার মানুষ প্রবেশপথগুলোর সামনে জড়ো হয়ে যায়। গত ১৫ মাস ধরে যে নৈরাশ্য তাদের ঘিরে রেখেছিল তা পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন তারা।
এ সময় সেখানে থাকা প্রত্যেকের মনোভাব পরিবর্তন হয়ে যায়। গত ১৫ মাসে তাদের আনন্দে এতোটা উদ্বেলিত হতে দেখা যায়নি।