রমনা উদ্যানের কি সংস্কার সম্ভব
রমনা উদ্যানকে বলা হয় ‘রমনা গ্রিন’। রমনা নামটা রেখেছিলেন মুঘলরাই। ফারসি শব্দ ‘রমনা’ মানে সবুজ ঘাসে ঢাকা মাঠ বা ‘লন’। হয়তো উদ্যান হয়ে ওঠার আগে রমনা সেরকম সবুজ মাঠই ছিল, পরবর্তী সময়ে হয় জঙ্গল। কালক্রমে সেই সবুজ জঙ্গলটাই হয়ে ওঠে ঢাকা শহরের ফুসফুস।
রমনা প্রায় ২০০ প্রজাতির গাছপালায় সাজানো এক মনোরম রমণীয় উদ্যান, যেখানে গাছের সঙ্গে রয়েছে জলাশয় ও উদ্যানপথ। তাই সকাল-বিকেল সাধারণ মানুষের হাঁটা ও বেড়ানোর এক চমৎকার জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে রমনা উদ্যান। ঢাকা শহরের যেকোনো জায়গার চেয়ে সেখানে গেলে শীতল মনে হয়, ঘন সবুজের দিকে তাকিয়ে চোখের আরাম হয় আর বিভিন্ন মৌসুমে ফোটা ফুলের বাহারি রূপে রূপবতী রমনাকে দেখে মুগ্ধ হতে হয়। তবু রমনা জাতীয় উদ্যান নয়, নগর উদ্যান।
- ট্যাগ:
- মতামত
- রমনা পার্ক