মোশাররফ করিম-ফারিণের নতুন সিনেমা ‘ইনসাফ’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

নির্মাতা সঞ্জয় সমদ্দারের নির্মাণে আসছে নতুন সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। শুধু তাই নয়, এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ; বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।


ছবিটি নিয়ে এবার নতুন খবর, আগামী মাসে শুরু হতে যাচ্ছে ‘ইনসাফ’-এর শুটিং।


নির্মাতা সঞ্জয় সমদ্দার ওপার বাংলার নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’নামের একটি ছবিও বানিয়েছেন। এবার ‘ইনসাফ’ নিয়ে ব্যস্ততা তার। গণমাধ্যমের মুখোমুখি হয়ে ছবিটি প্রসঙ্গে জানালেন, এখনই কাস্ট সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। তবে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।


নির্মাতা সঞ্জয় বলেন, ‘সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। শিগগিরই অফিসিয়ালি জানাব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও