ভুলে যাবেন না যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি: ভারতকে হাফিজ

জাগো নিউজ ২৪ ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

ভারতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নিজেদের পছন্দের নেত্রী বিদায় হওয়ায় গাত্রদাহ শুরু হয়েছে। এখন বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আমগাছ কেটে নিয়ে যায়, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। ভুলে যাবেন না আমরা ৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।


রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


নির্বাচন প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতিদ্রুত নির্বাচন চাই। নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য তিন মাস সময় যথেষ্ট। নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। নির্বাচিত সরকার ছিল না বলে ৭১ সালে যুদ্ধ করতে হয়েছিল। আবার কেন নির্বাচিত সরকারের জন্য তর্কবিতর্ক করতে হবে।


তিনি বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়, মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি। বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না। বলবো আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনীতি দল গড়ে তুলুক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও