কোহলির কাছ থেকে সান্ত্বনা নেবে বাংলাদেশ?
যুগান্তর
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
ফরম্যাটের দিক থেকে বিচার করলে ২০২৪ সালটাকে টি-টোয়েন্টির বছরই বলতে হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর বলে প্রথম ৬ মাসে সব দলের মনোযোগ ছিল এই ফরম্যাটে। যার ফলে এই বছর টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে বেশুমার।
সেই টি-টোয়েন্টির বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল সম্প্রতি ঘোষণা করেছে আইসিসি। এই দলে আছেন ভারতকে গেল বছর বিশ্বকাপ জেতানো অধিনায়ক রোহিত শর্মা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাবর আজম নিজের পারফর্ম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
রোহিত-বাবর বাদেও এই তালিকায় আছেন ট্র্যাভিস হেড। তিন ফরম্যাটেই গেল বছর দারুণ সময় কাটিয়েছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। সঙ্গে আছেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের নিকলাস পুরান ঠাই পেয়েছেন এই দলে।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি ক্রিকেট
- বিরাট কোহলি