১ বছর আগে ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর ৬ মাসও বাকি নেই। তবে সময়টা আরও আগের, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চোট পেয়ে ফুটবলকে বিদায় বলে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় তার তিনি বাঁ হাঁটুর অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েন। সেই চোট থেকে পুনর্বাসনকালকে তিনি বর্ণনা করেছেন ‘ভয়ঙ্কর ও নির্মম’ হিসেবে।


মার্টিনেজ বলেন, ‘চোট কাটানোর চেষ্টা চলছিল তখন, কিন্তু প্রথম দুই-তিন সপ্তাহ আমি আর ফুটবলে ফিরতেই চাইনি। আমি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ি, কারণ ব্যথা ছিল অসহনীয়। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল– “আমি বাড়ি যাব, আর্জেন্টিনায় গিয়ে পরিবারের কাছে থাকব। আর কষ্ট নিতে চাই না, শুধু ভালো থাকতে চাই।” এমন অবস্থায় মানুষ নিজেকেই খুঁজে পায় না, তাই যেকোনো কথা বলে ফেলে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও