৭৮ বছরে পা রাখলেন মির্জা ফখরুল, কৃতজ্ঞতা জানিয়ে বললেন, এ বছরই নির্বাচন হওয়া উচিত

প্রথম আলো প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:১০

নিজের ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্রে উত্তরণে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন।


আজ রোববার সকালে মির্জা ফখরুল প্রথম আলোর সঙ্গে আলাপকালে আরও বলেন, কোনো সংকট যাতে তৈরি না হয়, সে ব্যাপারে সবার সতর্ক থাকা উচিত।


১৯৪৮ সালের আজকের এই দিনে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জন্ম। তাঁর বাবার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্রজীবনে বাম রাজনীতি থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকে শিক্ষকতা, সরকারি চাকরি এবং পরে তাঁর বিএনপিতে যোগদান। এখন তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এসেছেন। দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার আগে মির্জা ফখরুল জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন।


১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব ছিলেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে ধীরে ধীরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন তিনি।


২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি। সেই থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও