জীবন চলে যাচ্ছে মা: আরিফিন শুভ

যুগান্তর প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:২১

ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার আরিফিন শুভ গত বছর জানুয়ারিতে মাকে হারিয়েছেন। মাকে ঘিরেই ছিল তার সবকিছু। মাকে নিয়ে প্রায়ই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও মাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন শুভ।


শুক্রবার মাকে নিয়ে পোস্ট দিয়ে আরিফিন শুভ লিখেছেন— ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসত যে ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে, সময় বড়ই স্বার্থপর। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম— আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে, নাকি আসলেই এক বছর হয়ে গেছে?


শুভ আরও লিখেছেন— লাখোকোটি শব্দ লিখেও এই জীবনে কোনো দিন আমি বোঝাতে পারব না... আমার জন্য তুমি কি ছিলে এবং আছ। তিনি বলেন, জীবন চলে যাচ্ছে মা, কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও