ভারতের এক্স ফ্যাক্টরের নাম জানালেন জহির
দোরগোড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। দল ঘোষণার পর্বও শেষ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোন দলের স্কোয়াড কেমন হলো, কারা এগিয়ে শিরোপার দৌড়ে? দলগুলোর শক্তিমত্তা কিংবা দুর্বলতার জায়গাগুলো নিয়ে চলছে বিশ্লেষণ। সেই আলোচনায় যোগ দিয়ে এবার ভারতীয় ক্রিকেটের এক্স ফ্যাক্টরের নাম জানালেন সাবেক তারকা পেসার জহির খান।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাঞ্জু স্যামসনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন ঋষভ পান্ত। দারুণ ছন্দে থাকার পরও স্যামসনের এই না থাকা মানতে পারছেন না অনেকে। প্রশ্ন তুলেছেন লোকেশ রাহুল দলে থাকার পরও পান্তের জায়গা পাওয়া নিয়ে। এবার এ বিষয়েই কথা বলেছেন সাবেক পেসার জহির। তার মতে, পান্তকে স্কোয়াডে রাখা সঠিক সিদ্ধান্ত। কেননা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হবেন তিনি।
পান্তকে নিয়ে জহির খান বলেন, ‘সে একজন এক্স-ফ্যাক্টর খেলোয়াড়। সুতরাং, যখন আপনি আপনার দলে একজন এক্স-ফ্যাক্টর প্লেয়ার রাখবেন, তখন এটি সর্বদা আপনাকে অতিরিক্ত সুবিধা দেবে।’
- ট্যাগ:
- খেলা
- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি