উগ্র বাজার অর্থনীতি : সবার মঙ্গল নেই
খুবই বড় একটা ঘটনা ঘটে গেল। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেছেন। সারা বিশ্ব তাকিয়ে ছিল ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিকে। অধিষ্ঠিত হয়েই ট্রাম্প কী বলেন তারই অপেক্ষা। বক্তব্য পাওয়া গেল-সেই পুরোনো কথাই। আমেরিকাকে আবার ‘মহান’ করে তুলতে হবে। উল্লেখ্য, অর্থনীতি, সামরিক শক্তিসহ প্রায় সব দিক থেকে আমেরিকা বিশ্বের এক নম্বর দেশ।
আর কত মহান করবে তারা, কোন উচ্চতায়, কোন নতুন মূল্যবোধে-পরিষ্কার নয়। তবে একটা বিষয় বুঝি, আমেরিকা মহান আছে, যদিও তাদের কথিত প্রতিদ্বন্দ্বী ‘ব্রিকস’ তৈরি হচ্ছে। আর চীন তো আছেই। ১৯৭১ সালে যে চীনের সঙ্গে আমেরিকা গোপনে সম্পর্ক গড়ে তুলেছিল, সেই চীনই আজ আমেরিকাকে টেক্কা দিচ্ছে। এমন টেক্কা যে অভিষেক অনুষ্ঠানে ‘দাওয়াত’ পেয়ে শি জিনপিং অনুষ্ঠানে যাননি। এটাই ঘটনা। ‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’। গোকুলে হয়তো আরও অনেকেই বাড়ছে। এটাই স্বাভাবিক। চিরকাল সমান যায় না। যায় না ঠিকই আছে। কিন্তু আমেরিকা আবার ‘মহান’ হলে আমাদের অবস্থা কী হবে? আমাদের অবস্থা তো কাহিল। আমেরিকার বন্ধু প্রতিষ্ঠান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) যন্ত্রণায় তো আমরা কাহিল হয়ে পড়েছি। মাত্র ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ, যা আমেরিকা এমনিতেই দিয়ে দিতে পারে যে কোনো দেশকে। না তারা আমাদের দুর্দিনে তা দেয়নি। দিয়েছে আইএমএফের মাধ্যমে। তার এই ঋণেই এখন আমরা কাহিল।