বিতর্ক পিছুই ছাড়ছে না, ভোগান্তিতে দর্শনার্থীরা
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরে এবার বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। নানা ভোগান্তিতে পড়ে দর্শনার্থীরা অভিযোগ করছেন, মেলার কোনো কিছুই ঠিক নেই। নেই নিয়ম-কানুন। মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য রাখা হয়নি কোনো বসার স্থান।
নিরুপায় হয়ে মেলার বিভিন্ন স্থানে মেঝেতে বসে থাকতে দেখা গেছে দর্শনার্থীদের।
মারিয়া আক্তার নামের এক দর্শনার্থী বলেন, ‘যানজট পেরিয়ে মেলায় এসে দেখলাম সদরঘাটের লঞ্চের মতো মানুষ মেঝেতে বসে আছে। যেটি খুবই বাজে দেখা যাচ্ছে।’
সরেজমিনে জানা গেছে, নিম্নমানের খাবার, ফুটপাতের পণ্য বিক্রি, টিকিট কাটতে অনলাইনের সার্ভার জটিলতা, কালোবাজারে (ব্ল্যাকে) টিকিট বিক্রিসহ নানা অভিযোগ রয়েছে মেলা নিয়ে।