প্রটোকলের দায়িত্বে কর্মকর্তাদের সম্পৃক্ত না করার নির্দেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ২২:৫৭

প্রটোকলের দায়িত্বসহ অন্যান্য কাজে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত করায় ভূমি মন্ত্রণালয়ের কাজে ব্যাঘাত ঘটছে। এ অবস্থায় অপরিহার্য ক্ষেত্র ছাড়া প্রটোকল অথবা অন্য কাজে কর্মকর্তাদের সম্পৃক্ত না করার নির্দেশ দিয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়।


সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এ আদেশ দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) পাঠানো হয়েছে। আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও