ইসলাম যেখানে জোট-সমঝোতা হবে সেখানে : সাবেক এমপি মুজিবুর
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নেই, সমঝোতাও নেই।
শুক্রবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরের চকবাজার থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জামায়াতের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, মহানগরের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।