সবজির ভালো ফলনেও কৃষক ক্ষতিগ্রস্ত, কেন?
সবজির উৎপাদন ভালো। ভরপুর ফলনেও কৃষকের হৃদয় ভেঙে চুরমার! ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম এবং আলুসহ কয়েকটি সবজির দাম এযাবৎকালের সর্বনিম্নে এসে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয়ের সঠিক নির্দেশনার অভাব, পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকা, বিভিন্ন প্রকার সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার বা কোল্ডস্টোরেজ না থাকা, স্থানীয় পর্যায়ে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা না থাকা, রপ্তানিযোগ্য সবজি উৎপাদন পরিকল্পনায় উত্তম কৃষির চর্চা না থাকার বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন।
এছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মনিটরিং সুপারভেশনের দুর্বলতা এবং মূল্য নির্ধারণের সুনির্দিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের সক্রিয় ভূমিকা না থাকা, দাম নিয়ে কৃষকের এমন দুর্গতি, কপালের দুর্ভোগও দায়ী মনে করছেন কৃষকরা।
- ট্যাগ:
- মতামত
- কৃষক
- সবজি
- শীতের সবজি