যে কারণে ‘হিরো’ হতে পারেননি তিনি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪৮
একসময় নতুন হিরো-হিরোইন খুঁজে বের করতো চলচ্চিত্র উন্নয়ন কর্তৃপক্ষ। নতুনদের নিয়ে নির্মিত হতো সিনেমা। ‘নতুন মুখের সন্ধানে’র মতো উদ্যোগ বন্ধ হয়ে গিয়েছিল বহুদিন আগে। কিন্তু সেই প্রতিযোগিতায় দাঁড়িয়েও ‘হিরো’ হতে পারেননি অভিনেতা তারিক আনাম খান। সম্প্রতি এই অভিনেতা জানালেন সেই কারণ, যে কারণে যোগ্যতা থাকার পরও ‘হিরো’ হিসেবে সুযোগ হয়নি তার।
‘নতুন মুখের সন্ধানে’ অনেক অভিনয়শিল্পী বের করে এনেছে। তারা কাজও করেছেন সুনামের সঙ্গে। তারিক আনাম খান মনে করেন, নতুন মুখ পর্দায় এলে দর্শকের আগ্রহ বাড়ে। এখন আর সেরকম উদ্যোগ দেখা যায় না। তিনি বলেন, ‘আমার যে কারণে হিরো হয়ে ওঠা হয়নি, সেটা হচ্ছে দাড়িগোফ। তখন দাড়িগোফ থাকলে হিরো হওয়া যেত না। এখন দিন বদলাচ্ছে। দাঁড়িগোফ থাকলেও এখন হিরো হওয়া যায়।’