You have reached your daily news limit

Please log in to continue


‘ভাগ্যবান’ ঋণখেলাপি আব্দুল আজিজ আবারো সক্রিয় বিনোদনজগতে

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিদের অন্যতম ক্রিসেন্ট গ্রুপের আব্দুল আজিজ। বাংলা সিনেমা জগতের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধারও তিনি। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে জনতা ব্যাংক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের পাঁচ বছর পেরিয়ে গেলেও আব্দুল আজিজ থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। আদালতের পক্ষ থেকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলে কার্যকর হয়নি সেটিও। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতেও বহাল তবিয়তে রয়েছেন শীর্ষ এ ঋণখেলাপি।

ব্যাংক ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, আব্দুল আজিজ হলেন দেশের ‘ভাগ্যবান’ ঋণখেলাপি। দেশের বড় ঋণখেলাপিদের বেশির ভাগই হয় কারাগারে গিয়েছেন, নয়তো দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু এ তালিকার শীর্ষস্থানীয়দের অন্যতম হয়েও আব্দুল আজিজ সব সময় ক্ষমতার কেন্দ্রে থেকেছেন। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিদের সঙ্গে দহরম-মহরম ছিল তার। জনতা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার ঋণ বের করতে চলচ্চিত্র জগতের নায়ক-নায়িকাদের ব্যবহার করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার গ্রেফতার এড়ানো বা পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রেও এখন একই পদ্ধতি অনুসরণ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন