You have reached your daily news limit

Please log in to continue


ঐশ্বরিয়ার প্রসব বেদনা নিয়ে পোস্ট, বিপাকে অমিতাভ!

বলিউডের বচ্চন পরিবারের ভেতরে কি ঘটছে, তা নিয়ে অনুরাগীদের কৌতূহল গত বছর থেকেই। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন আদৌ একসঙ্গে থাকছেন কি না, তা নিয়ে প্রশ্ন সর্বমহলে। এরই মধ্যে অমিতাভ বচ্চনের এক পুরোনো পোস্ট নিয়ে আলোচনা সামাজিক মাধ্যমে। কারণ, সেই পোস্টে ঐশ্বরিয়ার প্রসব বেদনা প্রসঙ্গে কথা বলেছিলেন তিনি।

পোস্টটি ভাইরাল হওয়াতে বিতর্ক শুরু হয়েছে অমিতাভকে নিয়ে। পুত্রবধূকে নিয়ে কি এমন লিখেছিলেন বলিউড শাহেনশাহ, যে এত আলোচনা!

স্বাভাবিক ভাবেই মা হয়েছিলেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজের ইচ্ছেতেই সি-সেকশনে রাজি ছিলেন না তিনি। সেই প্রসঙ্গই উল্লেখ করে অমিতাভ লেখেন, ‘ঐশ্বরিয়ার নরমাল ডেলিভারি হয়েছিল। উঠেছিল প্রসব বেদনা। প্রায় দুই তিন ঘণ্টা ধরে চলেছিল সেই ব্যথা। ও সহ্য করেছিল। সি-সেকশন করেনি তা সত্ত্বেও। কোনো পেইন কিলারও নেয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন