আদানির সাড়ে ৮৪ কোটি ডলারের বকেয়া পরিশোধে বাংলাদেশকে ৬ মাস সময়

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ২০:০৫

বিদ্যুতের বকেয়া দাম বাবদ সাড়ে ৮৪ কোটি ডলার পরিশোধের জন্য বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) সময়সীমা বেঁধে দিয়েছে আদানি গ্রুপ। তা না হলে বিলম্ব ফি আরোপ করা হবে বলে সতর্ক করেছে ভারতের এই শিল্পগ্রুপ। পিডিবিকে দেওয়া এক চিঠির বরাতে দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস এ তথ্য জানায়।


পিডিবিকে দেওয়া ওই চিঠিতে আদানি গ্রুপ সতর্ক করে বলেছে, চলতি বছরের জুনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে চুক্তির শর্ত অনুযায়ী বিলম্ব ফি আরোপ করা হবে।


এর আগে আদানি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং পিডিবির ওপর চাপ প্রয়োগের জন্য একটি ইউনিট বন্ধও করে দেয়।


কয়লার দামের হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের কথা উল্লেখ করে পিডিবির জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আদানি তাদের চুক্তির শর্ত অনুযায়ী কয়লার খরচ হিসাব করে। কিন্তু পিডিবি প্রকৃত কয়লার মূল্য ধরে হিসাব করে।


আদানি গ্রুপের দাবি, তাদের পাওনা ৮৪ কোটি ৫০ লাখ ডলার। তবে পিডিবির হিসাবে এই অঙ্ক ৭০ কোটির বেশি হবে না। তবে চলমান বিরোধ সত্ত্বেও নিয়মিত অর্থপ্রদান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও