সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক : স্বরাষ্ট্র উপদেষ্টা

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ২০:০৩

দেশের সীমান্ত পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী মাসে এ বিষয়ে ভারতের দিল্লিতে দুই দেশের মধ্যে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।


বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। সংখ্যালঘুদের বিষয়ে ৫ আগস্টের পর যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটি মূলত রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়।’


এ সময়ে যুক্তরাষ্ট্রে আরো বেশি করে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসনের আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দেওয়া ও পুনর্বাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুরু থেকেই নেতৃত্বের ভূমিকায় রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও