মিউজিক ভিডিওর পরিচালক শাবনূর, গায়িকা ঝুমুর

প্রথম আলো প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩

শাবনূরের বোন ঝুমুর গান করেন, এ কথা অনেকেরই জানা। গত বছরের শেষ দিকে তাঁর কণ্ঠে একটি কাভার গান প্রকাশিত হয়েছে। মাসখানেকের ব্যবধানে এবার নতুন একটি গান প্রকাশিত হলো। ‘সুখ তুমি নিয়ো, দুখ আমায় দিয়ো’ গানটির ভিডিও বানিয়েছেন বড় বোন শাবনূর। ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি আজ ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে। ঝুমুর জানান, ২০০৫ সালের দিকে গানটির ভিডিও বানানো হয়। তখন ভিডিওটি পরিচালনা করেন শাবনূর। মূলত শাবনূরের উৎসাহেই এই গানের ভিডিও বানানো হয়।


ঝুমুর জানান, গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। এরপর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ সময় পর গানটি আবার প্রকাশ করা হলো। শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তাঁর ছোট বোনও পরিবার নিয়ে সেখানে থাকেন। তবে শখের বশে বিভিন্ন পারিবারিক আয়োজনে গান গেয়ে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও