চার দেশের শিল্পীর ১২ গান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৫
সংগীতশিল্পী পাভেল আরিন তার গানের অনুষ্ঠান 'লিভিং রুম সেশনের’ প্রথম সিজন শেষ করে দ্বিতীয়টি শুরু করতে যাচ্ছেন।
এ কাজে প্রয়োজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইসহ শিল্পীদের সঙ্গে যোগাযোগের কাজটিও সেরে নিয়েছেন আরিন।
এবারের সিজনে গাইবেন চার দেশের শিল্পীরা। ১২টি গান দিয়ে সাজানো এই আয়োজনে বাদ্যযন্ত্র বাজাবেন ১৫ দেশের যন্ত্রশিল্পীরা।
এক বিজ্ঞপ্তিতে আরিন জানিয়েছেন, দেশের সীমানা পেরিয়ে লিভিং রুম সেশন গানের অনুষ্ঠানটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে।
দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে গেল সপ্তাহে লন্ডনে। নতুন যাত্রায় এ আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট।
- ট্যাগ:
- বিনোদন
- গানের অনুষ্ঠান