মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪২

মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ৩৭টি সরকারি কলেজের জন্য নির্বাচিত হয়েছেন পাঁচ হাজার ৩৭২ জন।


রোববার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs) পরীক্ষার ফল জানা যাবে।


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার ফল সংক্রান্ত সব তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আর ফল আমাদের ওয়েবসাইটে ঘণ্টাখানেকের মধ্যেই তুলে দেওয়া হবে। সেখান থেকে শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।”


স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাহ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার জিপিএ থেকে পাওয়া নম্বর এবং ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে পাঁচ হাজার ৩৭২ জনকে নির্বাচিত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও