You have reached your daily news limit

Please log in to continue


গায়ে আগুন লাগলে যে কাজগুলো আগে করা জরুরি

গায়ে আগুন লাগা অত্যন্ত বিপজ্জনক ও অপ্রত্যাশিত পরিস্থিতি। শীতকালে এই পরিস্থিতির মুখোমুখি বেশি হতে হয়। এমন সময়ে সঠিক ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ভুল পদক্ষেপ পরিস্থিতিকে আরো খারাপ করতে পারে।

তাই যে কাজগুলো করা জরুরি সেগুলো নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

শান্ত থাকুন

যখন গায়ে আগুন লেগে যায়, তখন প্রথম পদক্ষেপ হলো শান্ত থাকা। আতঙ্কিত হলে আপনার চিন্তা ও কাজ করার ক্ষমতা কমে যায়। ধীর শ্বাস নিন এবং মনে মনে ভাবুন কীভাবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারেন।

আগুনের উৎস চিহ্নিত করুন

আগুন কোথা থেকে শুরু হয়েছে, তা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। যদি আপনার পোশাক থেকে আগুন লেগে থাকে, দ্রুত ও সাবধানে কাপড়টি সরিয়ে ফেলুন। যদি অন্য কোনো উৎস থেকে আগুন ছড়িয়ে পড়ছে, তাৎক্ষণিকভাবে সেখান থেকে দূরে সরে যান।

স্টপ, ড্রপ অ্যান্ড রোল পদ্ধতি ব্যবহার করুন

যদি আপনার শরীরের কোথাও আগুন লেগে যায়, তাহলে ‘স্টপ, ড্রপ অ্যান্ড রোল’ পদ্ধতি অনুসরণ করুন। এই পদ্ধতিতে প্রথমে স্থির হয়ে পড়ে যান (স্টপ), তারপর মাটিতে শুয়ে পড়ুন (ড্রপ), এবং শরীরকে গড়িয়ে (রোল) আগুন নেভাতে সাহায্য করুন। এটি দ্রুত আগুন নিভাতে সহায়ক।

প্রচুর পানি ঢালুন

যত দ্রুত সম্ভব আগুন লাগা স্থানে প্রচুর পানি ঢালুন। পানি জ্বালাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন