ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায়, চেষ্টা করব : ফখরুল

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ২১:২০

বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।


রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবে ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে।


বিএনপি মহাসচিব বলেন, যারা আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি।


নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে।


তিনি আরো বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও