You have reached your daily news limit

Please log in to continue


ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহ-শামি-জয়সওয়াল

অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল ভারত। না থাকার গুঞ্জন থাকলেও আছেন পেসার জাসপ্রিত বুমরাহ। লম্বা সময় পর ওয়ানডে স্কোয়াডে ফেরানো হলো আরেক পেসার মোহাম্মদ শামিকে। আর প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেলেন ওপেনার যশস্বী জয়সওয়াল।

শনিবার ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে চমক নেই। বরাবরের মতো অধিনায়ক হিসেবে রয়েছেন ব্যাটার রোহিত শর্মা। সহ-অধিনায়কের বাড়তি দায়িত্ব পেয়েছেন আরেক ব্যাটার শুবমান গিল। একই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

বুমরাহ দলে থাকবেন কিনা তা নিয়ে চলছিল অনেক আলোচনা। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষদিকে চোটে পড়েন তিনি। ওই সফরে প্রচুর বোলিংয়ের কারণে তার শরীরের ওপর ধকল পড়েছে। এতে চলতি মাসের শুরুতে সিডনিতে পঞ্চম টেস্টের শেষদিনে বল করতে পারেননি। বুমরাহর ফিটনেস নিয়ে শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। তাই ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে পেসার হার্শিত রানাকে। প্রথম দুটি ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে আছে সংশয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন