এখনো আ. লীগের সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করছে : বিএনপি নেতা খোকন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪১
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘এখনো আওয়ামী লীগের সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করছে। তাই দ্রব্যমূল্যসহ কোনো কিছুরই নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার।’
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, শেখ পরিবারের দুর্নীতি ক্যান্সারের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
তারা যেখানেই গেছে, সেখানেই দুর্নীতিতে ছড়িয়ে পড়েছে। সুদূর যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও মন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির কারণে সে বাধ্য হয়েছে পদত্যাগ করতে। দেশটিতে তার দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে