ম্যানচেস্টার সিটির সঙ্গে লম্বা চুক্তি করলেন হাল্যান্ড
ম্যানচেস্টার সিটির সঙ্গে আরো লম্বা সম্পর্ক গড়ছনে আর্লিং হাল্যান্ড। ইংলিশ ক্লাবটির সঙ্গে সাড়ে ৯ বছরের নতুন চুক্তি করেছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। আগামী ২০৩৪ সাল পর্যন্ত সিটির জার্সিতেই খেলবেন তিনি।
অবশ্য হাল্যান্ডের সঙ্গে করা পুরোনো চুক্তির মেয়াদও এখনই শেষ হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। সেটার সঙ্গে নতুন করে আরও ৭ বছর বাড়ানো হলো চুক্তির মেয়াদ। তবে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি কেউই।
দীর্ঘ মেয়াদী চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত হাল্যান্ড। তিনি বলেন, 'নতুন চুক্তি করতে পেরে আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। ম্যানচেস্টার সিটি বিশেষ একটি ক্লাব, এখানে সবাই চমৎকার মানুষ এবং দারুণ সব সমর্থক আছে। এখানকার আবহই এমন যে, সবার ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে।'
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার